নবম-দশম শ্রেনির গনিত ৩.৫ এর সমাধান। SSC General Math Chapter 3.5 Solution.

আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণির সাধারণ গনিত ৩.৫ এর সমাধান দেখব। এই অধ্যায় এর এটা সর্বশেষ লেশন। বীজগনিত এর আগের সবগুলো অংক আমাদের  ওয়েবসাইট এ পেয়ে যাবেন। উপরে সার্চ আইকন এ ক্লিক করে গনিত লিখে সার্চ করতে পারেন। 

নবম-দশম শ্রেনির গনিত ৩.৫ এর সমাধান। SSC General Math Chapter 3.5 Solution.



১. f(x)=x2-4x+4 হলে, f(2) এর মান নিচের কোনটি?

ক) 4    খ) 2    গ) 1    ঘ) 0
উত্তরঃ ঘ


২. ½{(a+b)2-(a-b)2} এর মান নিচের কোনটি?

ক) 2(a2+b2)    খ) a2+b2    গ) 2ab    ঘ) 4ab
উত্তরঃ গ


৩. x+2/x=3 হলে, x3+8/xএর মান কত?

ক) 1    খ) 8    গ) 9    ঘ) 16
উত্তরঃ গ


৪. p4+p2+1 এর উৎপাদকে বিশ্লেষায়িত রূপ নিচের কোনটি?

ক) (p2-p+1)(p2+p-1)    খ) (p2-p-1)(p2+p+1)
গ) (p2+p+1)(p2+p+1)    ঘ) (p2-p-1)(p2-p+1)
উত্তরঃ ঘ


৫. যদি x=2-√3 হয়, xতবে এর মান কত?

ক) 1    খ) 7-4√3   
গ) 2+√3    ঘ) 1/(2-√3)
উত্তরঃ খ


৬. f(x)=x2-5x+6 এবং f(x)=0 হলে x=কত?

ক) 2,3    খ) -5,1    গ) -2,3    ঘ) 1,-5
উত্তরঃ ক


৭. 9x2+16y2এর সাথে কত যোগ করলে পূর্ণপবর্গ রাশি হবে?

ক) 6xy    খ) 12xy    গ) 24xy    ঘ) 144xy
উত্তরঃ গ


x4-x2+1=0 হলে, নিচের ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও।


৮. x2+1/xএর মান কত?

ক) 4    খ) 2    গ) 1    ঘ) 0
উত্তরঃ গ


৯. (x+1/x)এর মান কত?

ক) 4    খ) 3    গ) 2    ঘ) 0
উত্তরঃ খ


১০. x3+1/x3 এর মান কত?

ক) 3    খ) 2    গ) 1    ঘ) 0
উত্তরঃ ঘ


১১. a2+b2=9 এবং ab=3 হলে

(i) (a-b)2=3    (ii) (a+b)2=15   (iii)  a2+b2+a2b2=18


নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii  গ) ii,iii    ঘ) i,  ii,  iii
উত্তরঃ ঘ


১২. 3a5-6a4+3a+14 একটি বীজগাণিতিক রাশি হলে-

(i) রাশিটির চলক a   (ii) রাশিটির মাত্রা 5    (iii) aএর সহগ 6


নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii  গ) ii,iii    ঘ) i,  ii,  iii
উত্তরঃ ঘ


১৩. p3-1/64 এর উৎপাদক-

(i) p-1/4    (ii) p2+p/4+1/8   (iii) p2+p/4+1/16


নিচের কণটি সঠিক?

ক) i, ii খ) i, iii  গ) ii,iii    ঘ) i,  ii,  iii
উত্তরঃ খ

আপনি পিডিএফ অপেন করে জুম করে নিতে পারেন। তাহলে স্পষ্ট বোঝা যাবে। 


Releted Keyword: ssc math 3.5 solution, ssc math 3.5 solution, নবম শ্রেণির গণিত অনুশীলনী ৩.৪ সৃজনশীল, class 9 math 3.3 solution, ssc math 3.5 solution, SSC Math chapter 3.5 solution,



Next Post Previous Post