আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা বর্ণমালা। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। বিদেশ যেতে আগ্রহী কিন্তু টাকা কম এমন মানুষ এর জন্য সপ্নের দেশ দক্ষিন কোরিয়া। সরকারি ভাবে অনেক কম খরচে যাওয়া যায় এই দেশে। মিডিলিস্ট এর দেশ থেকে ভালো টাকা ইনকাম ও করা যায়। তবে এই দেশে যাওয়ার জন্য বাধ্যতামূলক তাদের ভাষা শিখতে হয়। আজকে আমরা দক্ষিন কোরিয়ার বর্নমালা নিয়ে আলোচনা করব।
কোরিয়ান ভাষা বর্ণমালা
দক্ষিণ কোরিয়ার ভাষার নাম কি?
দক্ষিণ কোরিয়ার ভাষার নাম হল কোরিয়ান। উত্তর কোরিয়াতেও এটিই সরকারি ভাষা। এই ভাষার বর্নমালা কে হাঙ্গুল বলা হয়। সারা বিশ্বে প্রায় 7.5 কোটি এর বেশি মানুষ কোরিয়ান ভাষায় কথা বলে।
দক্ষিন কোরিয়ার বর্নমালা রয়েছে মোট ৪০ টি।
- স্বরবর্ন: ১০ টি
- সংযুক্ত স্বরবর্ন: ১১ টি
- ব্যঞ্জনবর্ণ: ১৪ টি
- সংযুক্ত ব্যঞ্জনবর্ণ: ৫ টি
কোরিয়ান বর্ণমালা (হাঙ্গুল) বাংলায়।
-স্বরবর্ণ ১০ টি:
Korean Vowel | Bengali Representation |
---|---|
ㅓ | অ |
ㅕ | ইঅ |
ㅏ | আ |
ㅑ | ইআ |
ㅗ | ও |
ㅛ | ইও |
ㅜ | উ |
ㅠ | ইউ |
ㅣ | ই |
ㅡ | ঊ |
-সংযুক্ত স্বরবর্ণ ১১ টি:
Hangul | Bengali |
---|---|
ㅐ | অ্যা |
ㅒ | ইঅ্যা |
ㅔ | এ |
ㅖ | ইএ/ইয়ে |
ㅘ | ওআ |
ㅙ | ওঅ্যা |
ㅚ | ওএ/ওয়ে |
ㅝ | উঅ |
ㅗㅔ | উএ |
ㅚ | উই |
ㅢ | ঊই |
-ব্যঞ্জনবর্ণ ১৪ টি:
Korean | Bengali | Transliteration |
---|---|---|
ㄱ | গিইয়ক | giyak |
ㄴ | নিউন | niun |
ㄷ | দিগুত | digut |
ㄹ | রিউল | riul |
ㅁ | মিউম | mium |
ㅂ | বিউপ | biup |
ㅅ | সিওত | siot |
ㅇ | ইউং | iung |
ㅈ | জিউত | jiut |
ㅊ | ছিউত | chhiut |
ㅋ | খিউক | khiuk |
ㅌ | থিউত | thiut |
ㅍ | ফিউপ | phiup |
ㅎ | হিউত | hiut |
-সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ৫ টি:
Letter | Bengali Transcription |
---|---|
ㄲ | সাংগিইয়ক |
ㄸ | সাংদিগুত |
ㅃ | সাংবিউপ |
ㅆ | সাংসিওত |
ㅉ | সাংজিউত |
যারা কোরিয়ান ভায়া শিখতে চাচ্ছেন আশা করি ই পোষ্ট তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কোন কিছু বুঝতে সমস্যা হলে বা কোন কিছু ভুল থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ সবাইকে পোষ্ট টি পড়ার জন্য। আমাদের ওয়েবসাইট এ কোরিয়ান ভাষার সকল পোষ্ট পেয়ে যাবেন। ধন্যবাদ
TAGSকোরিয়ান ভাষার বর্ণমালা কোরিয়ান বর্ণমালা pdf কোরিয়ান ভাষা শিক্ষা app দক্ষিণ কোরিয়া ভাষা শিক্ষা বই কোরিয়ান ভাষা শিক্ষা বই pdf কোরিয়ান ভাষা শিক্ষা বই
দক্ষিণ কোরিয়ার ভাষার নাম কি
- কোরিয়ান ভাষার বর্ণমালা
- কোরিয়ান ভাষার বর্ণমালা
- কোরিয়ান ভাষার বর্ণমালা
আপনি যদি ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক