অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৭ ও উওর। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

আসসালামু আলাইকুম । অনার্স বোটানি ডিপার্টমেন্ট এর ধারাবাহিক পর্ব এর আজকে আমরা রসায়ন-১ এর ২০১৭ এর প্রশ্ন দেখব। এখানে আমরা ক বিভাগ এর উওর সহ দিব। বাকি উওর গুলো ও আপনি আমাদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন। 

অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৭ ও উওর।  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৭]

বিষয় কোড : ২১২৮০৭,,, বিষয় : রসায়ন-১

সময় : ৪ ঘণ্টা, পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) গড় বিচ্যুতি কি?

উত্তর : সমজাতীয় রাশিসমূহের সাথে ঐ রাশিগুলোর গড়ের পার্থক্যের গড়মানকে গড় বিচ্যুতি বলে।

(খ) জিম্যান প্রভাব কি?

উত্তর : বিজ্ঞানী জিম্যান ১৮৯৬ খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে, অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন চৌম্বকক্ষেত্রে পরমাণুর বর্ণালীর প্রতিটি সূক্ষ্ম রেখা আরো সুক্ষ্মতর রেখায় বিভাজিত হয়। চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিকে বর্ণালীর এ সূক্ষ্মতর বিভাজনে অদৃশ্য হয়। এ ঘটনাকে জিম্যান প্রভাব বলে।

(গ) d-block মৌল কি?

উত্তর : যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রিনটি d অরবিটাল উপস্থিত থাকে তাকে d বক (d-block) মৌল বলে।

(ঘ)সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা লিখ।

উত্তর : দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যদি একটি পরমাণু সরবরাহ করে এবং অপর পরমাণুটি কোন ইলেকট্রন যোগান না দিয়েই ঐ ইলেকট্রন যুগল সরবরাহকারী পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে তা পরমানুদ্বয়ের মধ্যে যে বন্ধন গঠন করে তাকে সন্নিবেশ বন্ধন বলে ।

(ঙ) এস্টারমূলকের গাঠনিক সংকেত লিখ।            O

                                                                                ।।

উত্তর: এস্টারমূলকের গাঠনিক সংকেত হলো  - C-OR 

(চ) বন্ধনক্রম কি?

উত্তর : কোন অণু বা আয়নের বন্ধনী আণবিক অর্বিটালের ইলেকট্রন সংখ্যা বন্ধন বিরোধী আণবিক অর্বিটালের ইলেকট্রন সংখ্যার পার্থক্যকে ২ দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে বন্ধনক্রম বলে।

(ছ) ফরমালিন কি?

উত্তর : ৩০-৪০% ফরমালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

(জ) SI এককে R এর মান লিখ

উত্তর : SI এককে R এর মান 8.314 Jmol-1k -1

(ঝ) বাষ্পচাপ কি?

উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্যাবস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে তাকে ঐ তাপমাত্রায় তরলের বাষ্পচাপ বলে।

(ঞ) কোমল অম্ল কি?

উত্তর : যে সকল অম্ল বৃহৎ আকারবিশিষ্ট সহজেই পোলারায়ন করা সম্ভব এবং নিম্ন তাড়িৎ ধনাত্মক আধান বিশিষ্ট তাদেরকে কোমল অম্ল বলে।

(ট) সাম্যাংক কি?

উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় যেকোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফলকে বিক্রিয়ক পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফল দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল সর্বদা একটি ধ্রুব রাশি হয়। এই ধ্রুবককেই সাম্যধ্রুবক বা সাম্যাংক বলে।

(ঠ) বিক্রিয়াটি পূর্ণ কর : CH3CH2COONa + NaOH  

উত্তর : CH3CH2COONa + NaOH  CH3- CH3 + Na2CO3

আরো পড়ুনঃ রসায়ন অনার্স বোর্ড প্রশ্ন ২০১৫ Honours chemistry Botany 

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। (ক) অম্ল অথবা ক্ষারক বাছাই কর : AlCl3, Na2O, CH3 - NH2, HClO

     (খ) ইলেক্ট্রন বিন্যাস লিখ :  26Fe2+, 54Xe

৩। সাধারণ তাপমাত্রায় পানি তরল অথচ হাইড্রোজেন সালফাইড গ্যাস -ব্যাখ্যা কর। 

৪। কার্বক্সিলিক এসিড সংশ্লেষণের দু'টি বিক্রিয়া সমীকরণসহ লিখ। 

৫। কি কি কারণে বাস্তব গ্যাস আদর্শ আচরণ হতে বিচ্যুতি দেখায়? 

৬। Nঅণুর আণবিক অর্বিটাল ডায়াগ্রাম আঁক। 

৭। PCl5(g) PCl3 + Cl

     উপরের বিক্রিয়াটির জন্য ভরক্রিয়া সূত্রের গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা কর।

৮। নির্ভুলতা ও যথার্থতার মধ্যে পার্থক্য লিখ। 

৯। পরীক্ষাগারে ১° , ২° ও ৩° অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করবে? 

আরো পড়ুনঃ অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর 

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) আধুনিক পর্যায় সূত্রটি লিখ। 

       (খ) ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে -ব্যাখ্যা কর। 

       (গ) প্রমাণ কর আংশিক চাপ = মোল ভগ্নাংশ × মোট চাপ। 

১১। (ক) যোজনী ও জারণ সংখ্যার পার্থক্য লিখ। 

       (খ) K2Cr2O7 + HCl + KI → KCI + CrCl3 + H2O + l2

       (গ) অ্যালকিন প্রস্তুতির দুটি বিক্রিয়া সমীকরণসহ লিখ।

১২। (ক) মোলারিটি ও মোলালিটির সংজ্ঞা দাও। এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীর এবং কেন? 

       (খ) 10% Na2COদ্রবণের মোলারিটি কত? 

       (গ) অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? 

১৩। (ক) রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে চারটি পার্থক্য লিখ। 

        (খ) টীকা লিখ : 

              (i) কাৰ্বিল অ্যামিন বিক্রিয়া ও

            ( (ii) অ্যালডল ঘনীভবন বিক্রিয়া।

১৪। (ক) ভেসপার তত্ত্বের প্রধান স্বতঃসিদ্ধসমূহ বর্ণনা কর।

        (খ) 50 গ্রাম বেনজিনের 0.911 গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে হিমাংকের অবনমন ঘটে 0.603° সে. দ্রবণটির আণবিক ওজন নির্ণয় কর। (বেনজিনের Kf = 5.12)।

১৫। (ক) অ্যামিন প্রস্তুতির দুটি বিক্রিয়া সমীকরণসহ লিখ। 

        (খ) ইথিন এর অরবিটাল গঠন আলোচনা কর। 

        (গ) “বেনজিন অ্যারোমেটিক যৌগ” ব্যাখ্যা কর। 

১৬। (ক) সিগমা এবং পাই বন্ধনের পার্থক্য লিখ। 

        (খ) CI এর ইলেক্ট্রন আসক্তি F অপেক্ষা বেশি কেন? 

        (গ) Cu এর নমুনা গবেষণায় একজন গবেষক পরের পৃষ্ঠা হতে আসবে নিম্নরূপ মান পেল :

             63.05, 62.80, 63.45। প্রমাণ বিচ্যুতি হিসেব কর।

১৭। (ক) IUPAC নাম লিখ। (পাঁচটি) : 

       (খ) নিচের বিক্রিয়াগুলো পূর্ণ কর :

অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৭ ও উওর।  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।
  • TAGS
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়  
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ধ
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়    রসায়ন অনার্স ১ম বর্ষ রসায়ন অনার্স ১ম বর্ষ প্রশ্ন ও উওর Honours chemistry book অনার্স রসায়ন বই pdf রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড প্রশ্ন ও উওর Botany all subject
    Next Post Previous Post