অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

আসসালামু আলাইকুম। আজকে আমি রসায়ন প্রথম বর্ষ এর জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০১৬ সালের প্রশ্ন শেয়ার করব। এর আগে আমাদের ওয়েবসাইট এ ২০১৫ এর বোর্ড প্রশ্ন শেয়ার করা হয়েছে। যারা দেখেন নি চাইলে দেখে আসতে পারেন।

অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর।  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।


আরো পড়ুনঃ রসায়ন অনার্স বোর্ড প্রশ্ন ২০১৫ Honours chemistry Botany 

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-০৫/১২/২০১৬)

বিষয় কোড : 212807,,,,বিষয় কোড : রসায়ন-১

সময় : ৪ ঘণ্টা ,পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) অরবিটাল কী?

উত্তর : কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেক্ট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাকে পারমাণবিক অরবিটাল বা সংক্ষেপে অরবিটাল বলা হয়।

(খ) প্রমাণ বিচ্যুতি বলতে কী বুঝ?

উত্তর : সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগমূলকে রাশি সংখ্যা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করে ভাগফলের নির্ণীত বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে।

(গ) আংশিক চাপ কী?

উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান মিশ্রণের সবটুকু উপাদান এককভাবে দখল করলে যে চাপ প্রয়োগ করবে তাকে ঐ উপাদান গ্যাসের আংশিক চাপ বলে।

(ঘ) স্পিন কোয়ান্টাম সংখ্যা কী?

উত্তর : যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে, একে (S) দ্বারা প্রকাশ করা হয়।

(ঙ) নার্নস্ট-এর বিতরণ সূত্র লিখ।

উত্তর : স্থির তাপমাত্রায় দুটি অমিশ্রণীয় তরল পদার্থতে পরস্পর পৃথকভাবে যদি কোন দ্রব যুক্ত হয়, তাহলে ঐ দ্রব তরল পদার্থ দুটিতে এমনভাবে বণ্টিত হয় যে তাদের মধ্যে দ্রবের ঘনমাত্রার অনুপাত স্থির থাকে। আর এই সূত্রটিই নার্ণস্টের সূত্ররূপে পরিচিত ।

(চ) অ্যামাইড কী?

উত্তর : জৈব কার্বক্সিলিক এসিডের কার্যকরী মূলক (-COOH) এর -OH অংশকে অ্যামিনো (-NH2) মূলক দ্বারা প্রতিস্থাপনের পর যে যৌগ উৎপন্ন হয় সে যৌগকে এসিড অ্যামাইড বা অ্যামাইড বলে ।

(ছ) সান্দ্রতা কী?

উত্তর : যে ধর্মের দরুন প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে তাকে ঐ প্রবাহীর সান্দ্ৰতা বলে ।

(জ)পর্যায়ভিত্তিক ধর্ম বলতে কী বুঝ?

উত্তর : মৌলসমসূহের ইলেকট্রন বিন্যাসভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত বা পর্যায়ভিত্তিক ধর্ম বলা হয়।

(ঝ) তেজস্ক্রিয় আইসোটোপ কী?

উত্তর : যে সব পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমানবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। তেজস্ক্রিয় পরমাণুর আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। 

(ঞ) বিক্রিয়াটি পূর্ন কর:  CH3CH2CONH2 + Br2 + 4KOH --?

উত্তর : CH3CH2CONH2 + Br2 + 4KOH ---- CH3CH2 - NH2 + kBr + K2CO3 + H2O

(ট) নরমালিটি কী?

উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের গ্রামতুল্য ভর সংখ্যাকে ঐ দ্রবণের নরমালিটি বলে।

(ঠ) অনুরণন কী?

উত্তর : বেনজিনের মতো অনেক গুলো যৌগ আছে যাদের একাধিক আনবিক কাঠামো আছে। কিন্তু এই কাঠামো গুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রনের বা বন্ধনের স্থানিক পার্থক্য থাকে। এসব যৌগের কাঠামো গুলোর কোনটিই এককভাবে যৌগটির সমস্ত ধর্ম প্রকাশ করতে পারে না। কিন্তু কাঠামোগুলোর মিশ্রণ বা সংস্করায়নের ফলেই শুধুমাত্র যৌগটির প্রকৃত ধর্মসম্পর্কে ধারণা পাওয়া যায়। একে অনুকরণন বলে।

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। (ক) নিম্নলিখিত যৌগসমূহে বিদ্যমান বন্ধনসমূহের প্রকৃতি নির্দেশ কর :

        (i) NH4Cl; (ii) (HF)n. 

     (খ) HCI একটি পোলার যৌগ ব্যাখ্যা কর। 

৩। কার্বনিল যৌগের দুটি সাধারণ প্রস্তুতি লিখ। 

৪। BeClঅণু সরলরৈখিক কিন্তু SnClঅণু বাঁকা-ব্যাখ্যা কর। 

৫। পৃষ্ঠতল টানের উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা কর ।

৬। গ্যাসের গতীয় সমীকরণ হতে কীভাবে প্রতিপাদন করবে? 

       (i) বয়েলের সূত্র;

      (ii)  অ্যাভোগেড্রো সূত্র।

৭। ইলেকট্রনের তরঙ্গ কণা দ্বৈততা বিষয়ক দ্র-ব্রগলীর মতবাদ আলোচনা কর । 

৮। বাষ্পচাপ অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা কর ।

৯। কেন্দ্ৰাকর্ষী যুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড অধিক সক্রিয়- ব্যাখ্যা কর। 

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) ভরক্রিয়া সূত্রটি লিখ । Kp ও Kc এর মধ্যে সম্পর্ক স্থাপন কর। 

       (খ) যে তাপমাত্রায় 27°C তাপমাত্রার O2, অণুর বর্গমূল গড় বর্গবেগ  CI2 অণুর সমান হয় উহা নির্ণয় কর। 

১১। (ক) গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ বর্ণনা কর ।

       (খ) যৌগের ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব বর্ণনা কর ।

১২। (ক) NO+ আয়নের বন্ধনশক্তি NO অণুর বন্ধনশক্তি অপেক্ষা বেশি-ব্যাখ্যা কর।  

        (খ) আদর্শ গ্যাসের জন্য গতীয় সমীকরণ PV = 1/3 mnc2 প্রতিপাদন কর ।

১৩। (ক) অসমোটিক চাপ কী? অসমোটিক চাপ সম্পর্কিত ভ্যান্ট হফের সমীকরণ উপপাদন কর।

        (খ) 27°C তাপমাত্রায় 10% ফ্রুক্টোজ দ্রবণের অসমোটিক চাপ কত? 

১৪। (ক) হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া উদাহরণসহ আলোচনা কর। 

       (খ) টীকা লিখ : ক্যানিজারো বিক্রিয়া। 

       (গ) – COOH ও > CO মূলকদ্বয় কিরূপে শনাক্ত করবে? 

১৫। (ক) প্যারাফিন কী? অ্যালকাইন প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি বিক্রিয়াসহ লিখ । 

        (খ) অ্যালকিন থেকে (i) গ্লাইকল ও (ii) ফরমালডিহাইড তৈরির বিক্রিয়া লিখ । 

১৬। (ক) প্রশমন বিন্দুতে অম্ল-ক্ষার নির্দেশকের বর্ণ পরিবর্তনের ব্যাখ্যা দাও।

        (খ) 0.04M অ্যাসিটিক এসিড ও 0.04M সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণে তৈরি বাফার দ্রবণের pH নির্ণয় কর। দেওয়া আছে,   Ka = 1.8 × 10-5

১৭। (ক) IUPAC পদ্ধতিতে নিম্নোক্ত যৌগুলোর নাম লিখ : 

অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর।  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

(খ) বেনজিন বলয় সক্রিয়কারী ও নিস্ক্রিয়কারী মূলক কী? 

(গ) নিম্নোক্তগুলোকে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল শ্রেণিতে ভাগ কর : H2O, AIF, RMgX, NO2+,  BF3, CH3

  • TAGS
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়  
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ধ
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়    রসায়ন অনার্স ১ম বর্ষ রসায়ন অনার্স ১ম বর্ষ প্রশ্ন ও উওর Honours chemistry book অনার্স রসায়ন বই pdf রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড প্রশ্ন ও উওর Botany all subject
    Next Post Previous Post