উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন। Honours chemistry subject national university bord 2018 question and answare.

আসসালামু আলাইকুম । আজকে আপনাদের সাথে শেয়ার করব,, উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৮ ক-বিভাগ এর উওর সহ। বাকি বিভাগ এর উওর সহ অনার্স উদ্ভিদবিজ্ঞান এর বাকি প্রশ্ন ও উওর আমাদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন। 

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন। Honours chemistry subject national university bord 2018 question and answare.

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৮]

বিষয় কোড : ২১২৮০৭,,,,,,বিষয় : রসায়ন-১

সময় : ৪ ঘণ্টা, পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

আরো পড়ুনঃ অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর 

ক-বিভাগ

১। নিম্নের যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক)মাপনের সূক্ষ্মতা বলতে কি বুঝ?

উত্তর : একই বিষয়ের উপর পর পর কিছু পরিমাপের মধ্যে মিলকেই প্রযুক্ত বিশ্লেষণের যথার্থতা বা সূক্ষতা বলা হয়।

(খ) কোয়ান্টাম সংখ্যা কী?

উত্তর : যে সকল সংখ্যা দ্বারা পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে।

(গ) অরবিটাল কী?

উত্তর : কোন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা বেশি তাকে অর্বিটাল বলে।

(ঘ) 0.05M H2SOদ্রবণের pH মান হিসাব কর।

উত্তর : 0.05N H2SO4 দ্রবণের [H+] = 2×0.05 gm ion/lit

         আমরা জানি, pH = -log [H+]

                                    =  -log [2×0.05]

                                    = log (0.1)

                                   \  pH = 1

(ঙ) সংকরায়ন কাকে বলে?

উত্তর : কোন পরমাণুর যোজ্যতাস্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে।

(চ) আদর্শ গ্যাস কী?

উত্তর : যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস ও অ্যাভোগ্রেড্রোর সুত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।

(ছ) Na2S4O6  এ-S এর জারণ সংখ্যা কত?

উত্তর : Na2S4O6 এর মধ্যে S এর জারণ সংখ্যা 2.50.

(জ) ইলেক্ট্রোফিলিক বিকারক কী?

উত্তর : যে সকল বিকারকসমূহ সাধারণত ঋণাত্মক চার্জযুক্ত এবং এরা পরমানুর ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়। সে সকল বিকারককে ইলেকট্রনাকর্ষি বা ইলেকট্রোফিলিক বিকারক বলে।

(ঝ) গ্যাসের ব্যাপন কী?

উত্তর : নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যাস্তানুপাতিক।

(ঞ) অ্যালকিন কী?

উত্তর : যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে একটি মাত্র কার্বন- কার্বন দ্বি-বন্ধন (> C = C <) থাকে তাদেরকে অ্যালকিন বলে। যেমন : ইথিন (H2C = CH2)।

(ট) ইলেক্ট্রন আসক্তি কী?

উত্তর : গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির বহিঃস্তরে একটি একটি করে এক মোল ইলেকট্রন সংযুক্ত করে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে ।

(ঠ) গ্রিগনার্ড বিকারক কী?

উত্তর : অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। R-MgX দ্বারা একে প্রকাশ করা হয়।

আরো পড়ুনঃ রসায়ন অনার্স বোর্ড প্রশ্ন ২০১৫ Honours chemistry Botany 

খ বিভাগ

[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]

২। (ক) প্রমাণ বিচ্যুতি কি? 

     (খ) ভুলের উৎসসমূহ কি কি? 

৩। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ।

৪। বোর পরমাণু মডেলের স্বতঃসিদ্ধগুলো লিখ। 

৫। অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা কর।

৬। C2H5OH  জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়-ব্যাখ্যা কর।

৭। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য লিখ। 

৮। টীকা লিখ :

(i) পলির বর্জন নীতি

(ii) কাৰ্বিল অ্যামিন বিক্রিয়া 

৯। Kp ও Kএর সম্পর্ক স্থাপন কর। 

আরো পড়ুনঃ অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৭ ও উওর Honours chemistry Botany 

গ-বিভাগ

[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]

১০। (ক) হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ প্রতিপাদন কর। 

       (খ) অনুবন্ধী অম্ল কী? উদাহরণ দাও। 

       (গ) 24CT এবং 26Fe এর ইলেক্ট্রন বিন্যাস লিখ এবং পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় কর। 

১১। (ক) সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। 

       (খ) বাফার দ্রবণ কী? অম্লীয় বাফার দ্রবণের কৌশল বর্ণনা কর ।

১২। (ক) N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + 92.22KJ  বিক্রিয়াটির উপর তাপমাত্রা ও চাপের প্রভাব                       বর্ণনা কর ।

       (খ) অ্যালকোহল কী? অ্যালকোহল প্রস্তুতির দুটি সাধারণ সমীকরণ লিখ। 

১৩। (ক) বেনজিন থেকে কিভাবে (i) বেনজোয়িক এসিড ও (ii) অ্যাসিটোফেনোন পাওয়া যায়। 

       (খ) পার অক্সাইড ফলাফল কী? পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর যুত বিক্রিয়া                লিখ ।

১৪। (ক) নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ। 

       (খ) টীকা লিখ :

                (i) আউফবাউ নীতি

                (ii) টি.এন.টি. 

১৫। (ক)  কলিগেটিভ ধর্মসমূহ কী? এদের মধ্যে মৌলিক বর্ণনা কর । 

       (খ) প্রয়োগ ও সীমাবদ্ধতাসহ হেনরীর সূত্রটি বর্ণনা কর।

       (গ) ইউরিয়া ও গ্লুকোজের ১% দ্রবণের মধ্যে অসমোটিক চাপের তুলনা কর ।

১৬। (ক) যোজনী বন্ধন তত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্বের তুলনা কর। 

       (খ) আয়নিকরণ বিভব কী? অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নিকরণ বিভব মান বেশি                         কেন? 

১৭। (ক) IUPAC নাম লিখ (যে কোনো পাঁচটি) 

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন। Honours chemistry subject national university bord 2018 question and answare.

  • TAGS
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়  
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ধ
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়    রসায়ন অনার্স ১ম বর্ষ রসায়ন অনার্স ১ম বর্ষ প্রশ্ন ও উওর Honours chemistry book অনার্স রসায়ন বই pdf রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড প্রশ্ন ও উওর Botany all subject
    Next Post Previous Post