অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৫ ও উওর। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

আসসালামু আলাইকুম। আজকে আমি রসায়ন প্রথম বর্ষ এর জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০১৫ সালের প্রশ্ন শেয়ার করব। যারা প্রশ্ন এর মান বন্টন জানেন না। অনার্স এর পরিক্ষা কেমন হয় তা জানেন না তারা আমাদের আগের শেয়ার করা একটা পোষ্ট আছে এখানে ক্লিক করে সেটা পড়তে পারেন।

অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৫ ও উওর।  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

 জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৫ 

বিষয় কোড : 212807,,,,বিষয়: রসায়ন-১

সময়: ৪ ঘন্টা পূর্নমান: ৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে]

ক-বিভাগ

১। নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) মাপনের যথার্থতা বলতে কি বুঝ?

উত্তর : যথার্থভাবে পরিমাপনকে মাপনের যথার্থতা বলে।

(খ) আউফবাউ নীতি কি?

উত্তর : নিম্ন শক্তিস্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চশক্তিস্তরের অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ করার নীতিকে আউফবাউ নীতি বলে ।

(গ) আয়নীকরণ শক্তি কি?

উত্তর : গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি বহিঃস্থ স্তর থেকে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে ।

(ঘ) সংকরায়ন কাকে বলে?

উত্তর : কোনো পরমাণুর যোজ্যতাস্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে।

(ঙ) রিডক্স বিক্রিয়া বলতে কি বুঝ?

উত্তর : জারণ-বিজারণ বিক্রিয়াকে একত্রে রিডক্স বিক্রিয়া বলে। Red শব্দটি Reduction অর্থাৎ বিজারণ এবং ox এসেছে Oxidation জারণ হতে।

(চ) সমআয়ন প্রভাব কি?

উত্তর : সম-আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ একত্রে মিশ্রিত করলে উভয়ের বিয়োজন মাত্রা হ্রাস পায়। তবে দুটি পদার্থের মধ্যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে তার বিয়োজন মাত্রা বিশেষভাবে হ্রাস পায়। একে সমআয়ন প্রভাব বলে।

(ছ) নিঃসরণ এর সংজ্ঞা লিখ ।

উত্তর : উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো তরল, গ্যাসীয় পদার্থ যাওয়াকে নিঃসরণ বলে।

(জ) দশা সূত্রটি লিখ।

উত্তর : কোনো সিস্টেমের দশা সংখ্যা ও ফ্রিডম সংখ্যার যোগফল এর উপাদান সংখ্যা অপেক্ষা দুই বেশি। যদি দশার সংখ্যা P, ফ্রিডম সংখ্যা F এবং উপাদান সংখ্যা C হয় তবে দশা সূত্রানুসারে-

    P + F = C + 2

বা, F = C - P+2

(ঝ) কলিগেটিভ ধর্ম কি?

উত্তর : লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না বলে তাদেরকে কলিগেটিক ধর্ম বলে।

(ঞ) পেট্রোকেমিক্যালস কী?

উত্তর : পেট্রোল জাতীয় ক্যামিকালকে পেট্রোক্যামিক্যাল বলে।

(ট) একটি টারশিয়ারী অ্যালকোহলের উদাহরণ দাও।

উত্তর :

        CH3

           |

CH3 - C - OH

           |

         CH3

2 মিথাইল – 2 প্রোপানল

(ঠ) রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝ?

উত্তর : কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়, সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে ।

আরো পড়ুনঃ অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর 

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। ভুলের উৎসসমূহ লিখ। 

৩। নিউক্লিয় ফিশন এবং ফিউশন বিক্রিয়ার মধ্যে তুলনা কর। 

৪। লুইস মতবাদ অনুসারে অম্ল ও ক্ষারকের সংজ্ঞা দাও। এ সম্পর্কিত বিক্রিয়া দেখাও। 

৫। CH3NH2 অপেক্ষা অ্যানিলিন কম ক্ষারীয়-ব্যাখ্যা কর। 

৬। C2H4 যৌগে C এর সংকরণ আলোচনা কর।

৭। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য কিভাবে নির্ণয় করবে।

৮। অম্লের শক্তি নির্ণয়কারী দুটি প্রয়োজনীয় নিয়ামকের উল্লেখ কর। 

৯। NH3 ও H2O অণুর বন্ধন কোণ ভিন্ন কেন?-ব্যাখ্যা কর। (

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) FeSO4 + KMnO4 + H2SO4 → সমীকরণটি পূর্ণ কর ও সমতা কর। 

      (খ) যোজনী বন্ধনতত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্বের তুলনা কর। 

১১। (ক) পোলারায়ন কি? ফাজানের নিয়ম বর্ণনা কর। 

      (খ) কোয়ান্টাম সংখ্যা কী? n = 3 হলে l ও m এর মান হিসাব করে দেখাও। 

১২। (ক) pH কী? 0.005 M H2SO, দ্রবণের pH ও pOH গননা কর।

     (খ) ডাল্টনের আংশিক চাপ সূত্রটি বর্ণনা কর। দেখাও যে, আংশিক চাপ = মোল ভগ্নাংশ × মোট চাপ।

১৩। (ক) হেনরীর সূত্রটি বর্ণনা কর। সূত্রটির প্রয়োগ ও সীমাবদ্ধতা উল্লেখ কর। 

      (খ) ভেসপার তত্ত্বের প্রধান স্বতসিদ্ধসমূহ বর্ণনা কর। 

১৪। (ক) অ্যালকোহল, অ্যলিডিহাইড এবং কার্বক্সিলিক এসিড সংশ্লেষণের একটি করে সাধারণ পদ্ধতি লিখ।

    (খ) মার্কনিকভ নিয়ম কি? উদাহরণসহ ব্যাখ্যা কর।

১৫। (ক) বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? 

     (খ) পলির বর্জননীতি কি? উদাহরণসহ ব্যাখ্যা কর। 

    (গ) পানির দশাচিত্র অংকন কর। 

১৬। (ক) IUPAC পদ্ধতিতে নিম্নের যৌগগুলোর নামকরণ কর। 

অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৫ ও উওর।  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রসায়ন প্রথম বর্ষ।

(১৭। (ক) AL2(SO4)3 এর জলীয় দ্রবণ অম্লধর্মী না ক্ষারধর্মী? ব্যাখ্যা কর। 

       (খ) মোলার গ্যাস ধ্রুবক, R এর মান SI এককে নিরূপণ কর।

        (গ) পুকাস বিকারক কী? এর ব্যবহার লিখ। 

ক,, এর উওর এখানে দেওয়া হয়েছে। খ ও গ বিভাগ এর উওর সহ উদ্ভিদ বিজ্ঞান এর অন্যান্যা বিষয় এর প্রশ্ন এবং উওর আপনারা আমাদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন। 

  • TAGS
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়  
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ধ
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়    রসায়ন অনার্স ১ম বর্ষ রসায়ন অনার্স ১ম বর্ষ প্রশ্ন ও উওর Honours chemistry book অনার্স রসায়ন বই pdf রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড প্রশ্ন ও উওর Botany all subject
    Next Post Previous Post