সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।

সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 

সবাই জানেন যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ২০২৩ সালে নতুন ভাবে তৈরি করা হয়েছে। এ অনুযায়ী প্রশ্নের ধরন ও পাল্টে গেছে। আজকে আমি সপ্তম শ্রেণীর গনিত প্রশ্ন উওর সহকারে দেওয়া হল। সপ্তম শ্রেণীর প্রশ্ন মূলত এরকম হবে। প্রথম এ প্রশ্ন টা দেখব তারপর সমাধান নিয়ে আলোচনা করব। 

সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।
সপ্তম শ্রেণীর প্রশ্ন  মাদ্রাসা বোর্ড

যেভাবে উওর লেখতে হবে। 

১নং থেকে ৩ নং এ তিনটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এর থেকে যেকোনো একটা করতে হবে। 

৪নং থেকে ৬নং এ মোট তিনটা প্রকল্প দেওয়া আছে। এর মধ্যে যেকোনো একটার উওর লিখতে হবে। 


-৪নং প্রশ্ন টি নিচে দেওয়া হলো। 

রামিসাদের স্কুলে ৭ দিন ধরে ক্যান্ডি বিতরণ করা হবে। যাদের রোল বিজোড় তারা প্রথম দিন ১টি পরের দিন ২টি তার পরের দিন ৪টি অর্থাৎ যেকোনো দিন পূর্বের দিনের দ্বিগুণ করে ক্যান্ডি পাবে। অপরদিকে যাদের রোল জোড় তারা প্রতিদিন ১০টি করে ক্যান্ডি পাবে । রামিসার রোল ১। সে প্রথম দিনে পাওয়া ১টি ক্যান্ডি খেতে খেতে বিজ্ঞান বইতে দেখলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫০০০০০০০০০০ মিটার এবং আলোর বেগ প্রতি সেকেন্ড ৩০০০০০০০০ মিটার।

(ক) ৫ম দিনের দিন রামিসা কয়টি ক্যান্ডি পাবে?

(খ) রামিসার বান্ধবী জারিনের রোল ৪। ৭ দিন শেষে কে বেশি ক্যান্ডি পাবে?

(গ) সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে সূচকীয় আদর্শ আকারে লেখ ।

(ঘ) আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগবে? [সময়= দূরত্ব/বেগ]

৪নং প্রশ্ন এর উওর 

ক) ৫ম দিনের দিন রামিসা কয়টি ক্যান্ডি পাবে?

উওর ক) দেওয়া আছে ,

                 -রামিসার রোল=১  ( বিজোর )

                 তার প্রাপ্ত মোট সংখ্যা

সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।

অএএব, রামিসা ৫ দিনের দিন ১৫ টি ক্যান্ডি পাবে। 

খ) রামিসার বান্ধবী জারিনের রোল ৪। ৭ দিন শেষে কে বেশি ক্যান্ডি পাবে?
উওর খ) রামিসার ৭ দিন এ পাওয়া মোট ক্যান্ডির সংখ্যা।

সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।


রামিসা ৭ দিন এ  মোট ২৫৫ টা ক্যান্ডি পাবে। রামিসার বান্ধবী জারিনের রোল ৪। সে প্রতিদিন ১০ টি করে ক্যান্ডি পাবে। তাহলে সে ৭ দিনে মোট ক্যান্ডি পাবে। 
সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।

অতএব ৭ দিন পর রামিসা জারিনের তুলনায় বেশি ক্যান্ডি পাবে। 

(গ) সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে সূচকীয় আদর্শ আকারে লেখ ।
উওর গ) সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে সূচকীয় আদর্শ আকারে লেখা হলো: 


সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণীর গণিত সৃজনশীল সমাধান।

(ঘ) আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগবে? [সময়= দূরত্ব/বেগ]
উওর ঘ) দেওয়া আছে ,

                       সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫০০০০০০০০০০ মিটার ।
                       আলোর বেগ প্রতি সেকেন্ড ৩০০০০০০০০ মিটার।
আমরা জানি,

                        সময়= ১৫০০০০০০০০০০ /৩০০০০০০০০
                                 = ৫০০ সেকেন্ড

আমরা জানি , 
                       ১ মিনিট= ৬০ সেকেন্ড
                       ৫০০  সেকেন্ড= ৫০০/৬০
                                              = ৮.৩৩ ( প্রায় )



Next Post Previous Post