উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০২০। Honours chemistry bord 2020 question and answare.

আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব,,,, উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০২০। Honours chemistry bord 2020 question and answare.

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০২০। Honours chemistry bord 2020 question and answare.

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-১২/১২/২০২১)।

বিষয় : রসায়ন-১,,, বিষয় কোড : ২১২৮০৭

সময় : ৪ ঘণ্টা, পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য :—একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

আরো পড়ুনঃ অনার্স রসায়ন বোর্ড প্রশ্ন ২০১৬ ও উওর 

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) নিউক্লিয়ার বন্ধন শক্তি কি? (What is nuclear binding energy?)

উত্তর : কোন পরমাণুর নিউক্লিয়াসকে বিশ্লিষ্ট করে তা বিভিন্ন উপাদান নিউক্লিয়াকে পৃথক করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে ।

(খ) আউফবাউ নীতি কি? (What is Aufbau Principle?)

উত্তর : নিম্ন শক্তিস্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চশক্তিস্তরের অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ করার নীতিকে আউফবাউ নীতি বলে।

(গ) আধুনিক পর্যায় সারণির একটি ত্রুটি লিখ। (Write a defect of the modern periodic table.)

উত্তর : হাইড্রোজেন অবস্থান সম্পর্কে আধুনিক পর্যায় সারণি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো দিতে পারে না হাইড্রোজেনের বৈশিষ্ট্য ক্ষারিয় ধাতু ও হ্যালোজেন উভয় গ্রুপের মৌলের সাথে মিলে যায়।

(ঘ) ইলেকট্রন আসক্তি বলতে কি বুঝ? (What do you mean by electron affinity?)

উত্তর : গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির বহিঃস্তরে একটি একটি করে এক মোল ইলেকট্রন সংযুক্ত করে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে।

(ঙ)সম-আয়ন প্রভাব কি? (What is common-ion effect?)

উত্তর : সম-আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ একত্রে মিশ্রিত করলে উভয়ের বিয়োজন মাত্রা হ্রাস পায়। তবে দুটি পদার্থের মধ্যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে তার বিয়োজন মাত্রা বিশেষভাবে হ্রাস পায়। একে সমআয়ন প্রভাব বলে।

(চ) H2-এর অনুবন্ধী অম্লের সংকেত লিখ। (Write the formula of conjugate acid of H2O.)

উত্তর : H2এর অনুবন্ধী অম্লের সংকেত হলো : H3O+

(ছ) বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কি বুঝ? (What do you mean by equilibrium of a reaction?)

উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়, সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে।

(জ) অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? (What is unsaturated hydrocarbon?)

উত্তর : দুই ও তিন বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।

(ঝ) স্পিন কোয়ান্টাম সংখ্যা কি? (What is spin quantum number?)

উত্তর : যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে (S) দ্বারা প্রকাশ করা হয়।

(ঞ) কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝ? (What do you mean by colligative properties?)

উত্তর : লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না বলে তাদেরকে কলিগেটিক ধর্ম বলে।

(ট) দ্রাব্যতা কাকে বলে? (What is the definition of solubility?)

উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে দ্রবের সে পরিমাণকে ঐ তাপমাত্রায়ঐ দ্রবের দ্রাব্যতা বলে। যেমন- 80°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। সুতরাং 80°C তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 36।

(ঠ) Cu-এর ইলেকট্রন বিন্যাস কর। (Write the electronic configuration of Cu.)

উত্তর : উওর ছবিতে,,,,,,,,,

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০২০। Honours chemistry bord 2020 question and answare.

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। আয়নীকরণ বিভব কি? অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি কেন? 

(What is ionization potential? Why ionization potential of nitrogen is greater than that of oxygen?)

৩।  সন্নিবেশ বন্ধন বলতে কি বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর।

(What do you mean by co-ordination bond? Explain with example.)

৪। হাইড্রোজেন বন্ধন কি? পানিতে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়? 

(What is hydrogen bond? How is made hydrogen bond in water?)

৫। ইব্রিডাইজেশন কি? মিথেন অণুর জ্যামিতিক গঠন আলোচনা কর । 

What is hybridization? Discuss the geometrical structure of methane molecule.)

৬। পানির দশা চিত্র অঙ্কন কর। 

(Draw the phase diagram of water.)

৭। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না কেন? 

(Why real gas does not behave like ideal gas?)

৮। রাউল্টের বাষ্পীয় চাপ অবনমন সূত্রটির গাণিতিক উপপাদন কর। 

(Deduce mathematical deduction of Raoult's law of lowering of vapour pressure.)

৯। কোনো বিক্রিয়ার Kp ও Kc-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর। 

(Determine the relation between Kp and Ke of a reaction.)

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) বাফার দ্রবণ বলতে কি বুঝ? অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা কর।

(What is buffer solution? Describe the mechanism of acidic buffer solution.)

(খ) লা-শাতেলিয়ার নীতি কি? NHপ্রস্তুতিতে এই নীতির প্রয়োগ বর্ণনা কর। 

(What is Le-Chatelier's Principle? Describe its application to produce NH₁.)

১১। (ক) ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত দ্য ব্রগলী মতবাদ আলোচনা কর। 

(Discuss De Broglic hypothesis about dual nature of electron.)

(খ) পোলারায়ন কি? ফাজানের নিয়ম উদাহরণসহ আলোচনা কর। 

(What is Polarisation? Discuss Pajan's rule with examples.)

১২। (ক) জৈব যোগে – COOH ও >c = 0 মূলক কিভাবে সনাক্ত করবে? 

(How will you detect – COOH  and  > C = 0 radical in organic compounds?)

(খ) কার্বনিল যৌগের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী লিখ। 

(Write two common methods to prepare of carbonyl compounds.)

১৩। (ক) নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর । 

(Describe with examples nuclear fission and nuclear fusion reactions.)

(খ) মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কি? ব্যাখ্যা কর।

(Explain the differences between precision and accuracy of measurement.)

১৪। (ক) রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ। 

(Write down the differences between chemical reaction and nuclear reaction.)

(খ) VSEPR তত্ত্ব বর্ণনা ও ব্যাখ্যা কর। 

(Describe VSEPR theory and explain.)

১৫। (ক) IUPAC পদ্ধতিতে নাম লিখ (যেকোনো পাঁচটি) : 

     (Write IUPAC name (any five) :)

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০২০। Honours chemistry bord 2020 question and answare.

১৬। (ক) PCl5 = PCl3 + Clবিক্রিয়াটির K, এবং K, নির্ণয় কর। 

(PCl5 = PCl+ Cl Determine Kp and Ke of that reaction.)

(খ) CH3NHঅপেক্ষা অ্যানিলিন দুর্বল ক্ষারক—ব্যাখ্যা কর। 

(Aniline is weaker base than CH3NH2 – Explain.)

১৭। (ক) সোডিয়াম কার্বোনেটের 0.1M, 250 সি.সি. দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কর্বোনেট প্রয়োজন হবে?

(Calculate the amount of sodium carbonate to prepare 0-1M, 250c.c. solution.) 

(খ) ব্যাপন ও অনুব্যাপন বলতে কি বুঝ? /

(What do you mean by diffusion and effusion?)

(গ) কোমল অম্ল ও কঠিন অম্ল কি?

(What is soft acid and hard acid?)

  • TAGS
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়  
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ধ
  • রসায়ন অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়    রসায়ন অনার্স ১ম বর্ষ রসায়ন অনার্স ১ম বর্ষ প্রশ্ন ও উওর Honours chemistry book অনার্স রসায়ন বই pdf রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড প্রশ্ন ও উওর Botany all subject
    Next Post Previous Post