কানাডায় জব পাওয়ার উপায়। কানাডার জব আবেদন। কানাডা জব ভিসা আবেদন।

কানাডায় জব পাওয়ার উপায়। কানাডার জব আবেদন। কানাডা জব ভিসা আবেদন।

আজকে শেয়ার করব কানাডায় জব/কাজ পাওয়ার উপায়। কানাডার জব আবেদন। কানাডা জব ভিসা আবেদন। কানাডা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ একটি দেশ। উন্নত জীবনযাপনের জন্য অনেক মানুষ কানাডায় লেখাপড়া ও কাজ করার জন্য স্বপ্ন দেখে। কানাডার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। কানাডা পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর একটি দেশ হওয়ার পরও এই দেশের জনসংখ্যা মাত্র চার কোটির মত। আজকে আমরা আপনাদের বলবো যে কানাডায় কিভাবে আপনি একটা কাজ পেতে পারেন। আপনি যদি নিজে অ্যাপ্লাই করে একটা জব ম্যানেজ করতে পারেন। তাহলে আপনি খুব কম টাকায় সেখানে যেতে পারবেন। আর আপনি যদি বিভিন্ন দালাল তথা লোক ধরে সেখানে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা বেড়ে যাবে। এজন্য আমি আপনাদের সাজেশন করব আপনি যদি মোটামুটি শিক্ষিত একজন মানুষ হয়ে থাকেন তাহলে অনলাইনে একটু ভাল করে রিচার্জ করে নিজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। নিজে অনেক অ্যাপ্লাই করার পরও যদি কোন কাজ না পান সে ক্ষেত্রে কারো সাহায্য নিতে পারেন।

কানাডার দেশে সম্পর্কে বিভিন্ন তথ্য।

  • দেশের নামঃ Canada 
  • রাজধানীরঃ Ottawa
  • মুদ্রার নামঃ Canadian dollar [ CAD ]
  • দেশের আয়তনঃ 9,984,670 km2
  • জনসংখ্যাঃ 39,858,480 Almost 4 Crore
  • সরকারি ভাষাঃ English, French

কানাডায় জব পাওয়ার জন্য যা যা দরকার।

আপনি যদি কানাডায় জব পেতে চান তাহলে অবশ্যই আপনার দক্ষতা থাকা লাগবে। যেহেতু অনেক উন্নত একটি দেশ তাই পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে জবের জন্য এপ্লাই করে। তাই আপনার দক্ষতা যদি ভালো হয় তাহলেই আপনি সেখানে কাজ পাবেন। যেহেতু কানাডা একটি ইংলিশ স্পিকিং কান্ট্রি তাই অবশ্যই আপনার ইংরেজিতে দক্ষতা থাকা লাগবে। আপনি যদি IELTS এক্সাম দেন সে ক্ষেত্রে আপনার ভালো একটা ভালো স্কুর হলে জব পেতে অনেকটা সাহায্য হবে।


এছাড়াও কানাডায় জব পাওয়ার জন্য কানাডার ফরমেট একাটা সিভি  তৈরি করে নিবেন। অনলাই এ অনেক কানার ফরমেট এ সিভি পাবেন। এখানে থেকে Dowanload canada formate cv  কানাডার ফরমেট এর সিভি ডাউনলোড করে নিতে পারেন।

আপনি কাজ পাওয়ার  ক্ষেত্রে এগিয়ে থাকতে আপনার অভিজ্ঞতা ও মোটিভেশন লেটার তৈরি করে নিবেন। তাছারও আলাদা কোন অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকলে সেগুলো এড করে দিবেন আবেদন করার সময়। তাহলে এগুলো আপনাকে কাজ পেতে সাহায্য করবে।

কিভাবে কানাডা জব ভিসা আবেদন করব।

বর্তমান  সময় হচ্ছে টেকনোলজির যুগ। উন্নত প্রযুক্তি যেমন মানুষ এর জীবন কে সহজ করেছে। ঠিক এর বিপরীতে প্রযুক্তি কে ব্যাবহার করে বাড়ছে প্রতারনা। তাই সবকিছু তে সর্তক থাকা প্রয়োজন। এসব বলার কারন হচ্ছে অনলাইন কানাডায় জব লিখে সার্চ করলে অনেক অনেক জব পাবেন। আবেদন করলে  হয়তো সহজ এ জব ও পেয়ে যেতে পারেন। তারপর টাকা দিয়ে প্রতারিত হবেন। যাই হউক এ বিষয় এ সতর্ক থাকবেন। এখন আসি আমরা কিভাবে সঠিক ভাবে কানাডায় জব এর জন্য আবেদন করব।

কানাডায় জব এর জন্য সরকারি ওয়েবসাইট আছে। যেখানে কোন কম্পানির লোক দরকার হলে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তারা সাধারনত সেখানে থেকে দেশ এবং দেশের বাহির এ থেকে লোক নিয়োগ দেয়। আপনি যদি এই সরকারি ওয়েবসাইট থেকে তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।

কানাডা জব: https://www.jobbank.gc.ca/home

এখানে গিয়ে আপনি কানাডার অনেক জব এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। আপনি কাজ ফিল্টার করে নিতে পারবেন। আবেদন করার আগে দেখে নিবেন যে জব এ আবেদন করবেন তা শুধু কানাডা থেকে লোক নিবে নাকি যেকোন দেশ থেকে।

যে বিষয়  গুলো আপনাকে মনে রাখতে হবে।

কানাডা যেহতু অনেক উন্নত একটা রাষ্ট্র । তাই এখানে কাজ করার জন্য পৃথিবীর প্রায় সব দেশ থেকে মানুষ আবেদন করে। তাই এখানে আপনার প্রতিযোগীতা অনেক বেশি। আপনাকে অনেক বেশি আবেদন করতে হবে। ৪/৫ টা আবেদন করে জন না হলে ভেঙে পরবেন না। নিজের যত রকম কাগজ পএ আছে। যত যোগ্যতা আছে তা আবেদন করার সময় সুন্দর করে সাজিয়ে লিখবেন। অনেক গুলো জব এর জন্য এপ্লাই করবেন। যতক্ষন না জব এর অফার না পান আবেদন করতে থাকবেন। যখন দেখবেন হাজার এর উপর আবেদন করার পর ও জব পাচ্ছেন না তখন অন্য সিদ্ধান্ত নিতে পারেন। তবে হাল ছেড়ে দিবেন না। ধন্যবাদ 

Releted Keyword: কানাডা জব ফর বাংলাদেশী, কানাডা জব ভিসা ২০২৩, কানাডা জব ভিসা আবেদন, কানাডা জব ক্যাটাগরি, কানাডা জব অফার, কানাডা জব ভিসা ২০২৩ আবেদন, কানাডা জব ভিসা 2023, কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩, কানাডা যেতে কত পয়েন্ট লাগে, কানাডা ওয়ার্ক ভিসার যোগ্যতা, 

Next Post Previous Post