নবম-দশম শ্রেনীর সাধারণ গনিত দ্বিতীয় অধ্যায়। সেট ও ফাংশন ২.২ । SSC General Math Solution chapter-2.2

নবম-দশম শ্রেনীর সাধারণ গনিত দ্বিতীয় অধ্যায়। সেট ও ফাংশন ২.২ । SSC General Math Solution chapter-2.2
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ


আজকে আপনাদের সাথে নবম-দশম শ্রেনীর সাধারণ গনিত দ্বিতীয় অধ্যায়। সেট ও ফাংশন ২.২ এর সমাধান দেখব। এই পোস্ট এ ২.২ তথা ফাংশন এর সবগুলো অংক দেখব। 

সেট ও ফাংশন 

[ Set And Function ]

সেট ও ফাংশন অধ্যায় এর ফাংশন পার্ট এর গুরুত্বপূর্ণ কিছু সংঙ্গা ও সামগ্রিক আলোচন। 


অন্বয় (Relation) : যদি A ও B দুইটি সেট হয় তবে সেটদ্বয়ের কার্তেসীয় গুণজ A × B সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট R কে A সেট থেকে B সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়।

ফাংশন (Function) : যদি দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যেকোনো একটি মানের জন্য y এর একটিমাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়।

ডোমেন (Domain) ও রেঞ্জ (Range) : কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। 

ফাংশনের লেখচিত্র (Graph) : ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলা হয়। ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে লেখচিত্রের গুরুত্ব অপরিসীম। পরস্পর লম্বভাবে ছেদী সরলরেখা দুইটিকে অক্ষরেখা এবং অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে মূলবিন্দু বলে।

Next Post Previous Post